শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হেফাজতের শীর্ষ নেতাদের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেছেন হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা। সোমবার (১৯ এপ্রিল) রাত ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রীর ধানমন্ডির বাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কোন বিষয়ে কথা হয়েছে এব্যাপারে কিছু জানা যায়নি এখনো।

এর আগে আজ সোমবার (১৯ এপ্রিল) রাত ১০টার দিকে হেফাজতের অন্তত দশ জন শীর্ষ নেতা স্বরাষ্ট্র মন্ত্রীর ধানমন্ডির বাসায় গেছেন বলে জানা গেছে।

সূত্র জানিয়েছে, হেফাজতের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমীর মাওলানা আতাউল্লাহ হাফেজী, হেফাজতের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা নূরুল ইসলাম জিহাদী, মাওলানা মাহফুজুল হক, অধ্যক্ষ মিজানুর রহমান (দেওনার পীর), মাওলানা হাবিবুল্লাহ সিরাজী প্রমুখ।

এসময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ