মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


আবদুল মতিন খসরু ছিলেন দেশপ্রেমিক রাজনীতিবিদ: জিএম কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

বুধবার এক শোক বার্তায় প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।

শোক বার্তায় তিনি বলেন, আবদুল মতিন খসরু ছিলেন এক দেশপ্রেমিক রাজনীতিবিদ। গণমানুষের ভালোবাসায় সিক্ত আবদুল মতিন খসরু পাঁচ বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সর্বশেষ নির্বাচনেও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হয়ে প্রমাণ করেছেন তার গ্রহণযোগ্যতা। আবদুল মতিন খসরুর মৃত্যুতে দেশের রাজনীতিতে যে শুন্যতা সৃষ্টি হয়েছে তা সহসাই পূরণ হবার নয়।

আওয়ামী লীগ সভাপতি মন্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

প্রসঙ্গত, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আজ বুধবার বিকেলে মারা যান আবদুল মতিন খসরু। তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ