শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জমিয়তের দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০দলীয় জোটের শীর্ষনেত্রী, জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জমিয়তনেতা সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীর আশু রোগমুক্তি কামনায় জমিয়তের বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার ১২ এপ্রিল দুপুর ২ টায় রাজধানীর পল্টনস্থ জমিয়ত কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব শায়খুল হাদিস মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম।

দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতি জাকির হোসাইন খান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মুফতি আতাউর রহমান খান,জমিয়ত ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মুফতি আবু সাঈদ, যুব জমিয়ত বাংলাদেশের সভাপতি মুফতি রেদওয়ানুল বারী সিরাজী ও ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি সুহাইল আহমদ প্রমুখ।

দোয়ায় বেগম খালেদা জিয়া ও মাওলানা শাহীনুর পাশা চৌধুরীসহ সকল রোগীর আরোগ্যতার জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে বিশেষ ফরিয়াদ করা হয়। করোনা মহামারী থেকেও মুক্তির জন্য দোয়া করা হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ