আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার আমীর নির্বাচিত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকামের মহাপরিচালক আল্লামা শায়েখ সাজিদুর রহমান।
বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেন জামিয়া ইউনুছিয়ার মহাপরিচালক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতের সাধারণ সম্পাদক মুফতি মুবারকুল্লাহ।
তিনি বলেন, ‘আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতের প্রয়াত আমির আল্লামা মনিরুজ্জামান সিরাজী রহ. এর ইন্তেকালের পর শূন্য হয়ে যায় আমীরের পদটি। দীর্ঘদিন পদটি শূণ্য থাকার পর গতকাল সাংবাদিক সম্মেলন পরবর্তী মিটিংয়ে জেলা হেফাজতের নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে আল্লামা শায়েখ সাজিদুর রহমানকে আমীর নির্বাচিত করা হয়।’
উল্লেখ্য, এর আগে ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকামের মহাপরিচালক আল্লামা শায়েখ সাজিদুর রহমান জেলা হেফাজতের সিনিয়র নায়েবে আমীর ছিলেন। এছাড়া কেন্দ্রীয় হেফাজতেরও নায়েবে আমীর তিনি।
এমডব্লিউ/