রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


শবে বরাতে শুভেচ্ছা জানালেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র শবে বরাতে মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। এক টুইটবার্তায় মুসলিম বিশ্বের প্রভাবশালী এই নেতা শুভেচ্ছা জানিয়ে বলেন, আমি আশা করি শবে বরাত তুর্কি জনগণ, মুসলিম বিশ্ব ও মানবতার জন্য কল্যাণ বয়ে আনবে।

তিনি বলেন, আমি মহান আল্লাহর নিকট আরো আশা রাখি যে, পবিত্র শবেবরাতে আসমান ও জমিন খোদায়ী রহমত ও করুণায় ভরে উঠবে। পবিত্র শবে বরাত তুর্কি জনগণ, বিশ্বের সকল মুসলিম ও মানবতার জন্য কল্যাণ ও সৌন্দর্যের কারণ হোক।

টুইট বার্তায় এরদোগান আয়া সোফিয়া মসজিদের ছবি প্রকাশ করেন। তাতে পবিত্র কোরআনের একটি আয়াত লিখা আছে, যার অর্থ-‘যে রাতে সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।’ (সুরা দুখান, আয়াত : ৪)

হিজরি বর্ষের অষ্টম মাস শাবান। এ মাসের ১৪ তম দিনের দিবাগত রাতে মুসলিম বিশ্ব শবে বরাত হিসেবে পালন করেন। এ রাতে নামাজ, জিকির, কোরআন পাঠ, দোয়াসহ বিভিন্ন আমলে নিমগ্ন হোন। সন্ধাবেলা মাগরিবের নামাজের পর থেকে পরদিন সূর্যোদয় পর্যন্ত তাঁরা বিভিন্ন আমলে মগ্ন থাকেন। টুইটের আলাদা ক্যাপশনে এরদোগান লেখেন, ‘সবাইকে বরকতময় এ রাত্রির শুভেচ্ছা’।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ