আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের বন্দরে রান্না ঘরের পানির পাইপলাইন পরিষ্কার করার সময় গ্যাসের আগুনে ৫ জন দগ্ধ হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার নবীগঞ্জ পূর্ব নোয়াদ্দা এলাকার সোলায়মান মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- সোলাইমান (৫০), মহাসিন মিয়া (৪০), পাইপ মিস্ত্রি মনির হোসেন (৫৫), নাজিম উদ্দিন (৫৫) এবং মো. মাহফুজ (১৪)। তাদের ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এছাড়া মাহফুজ নামের এক কিশোরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে বন্দর থানার ওসি দীপক কুমার জানান, নবীগঞ্জ পূর্ব নোয়াদ্দা এলাকার এক ভাড়াটিয়া বাড়ির পানির লাইন পানি মেরামত করছিল মিস্ত্রিরা। লাইনে প্রেসার দেয়ার জন্য রান্না ঘরের গ্যাস লাইনের রাইজার থেকে গ্যাস নিয়ে পানির পাইপে ঢোকায় তারা। এ সময় গ্যাসের আগুন লেগে পাঁচজন দগ্ধ হয়েছেন।
-এএ