আওয়ার ইসলাম: সিলেটে মোদি বিরোধী বিক্ষোভে পুলিশি হামলার প্রতিবাদে আয়োজিত মিছিল থেকে ১৪ জামায়াত-শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার (২৭ মার্চ) দুপুরে নগরের নয়াসড়ক এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় ১৫টি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
আটকরা হলেন- জুয়েল আহমদ (২০), মো. মোজাহিদুল ইসলাম (২২), জুনেদ আহমদ (২২), মো. মিজানুর রহমান মুন্না (২১), মো. খায়রুল হাসান (২৪), মো. মাজহারুল ইসলাম (২০), মো. তোফায়েল আহমদ (২১), মো. হাফিজুর রহমান (২০), মো. আলী মর্তুজা (২৩), মো. নাজিম উদ্দিন রেজা (২৫), মো. মাহবুবুর রহমান (২১), মো. জাহিদুল ইসলাম (২৩), মো. তাহের আহমদ (২২) ও মো. সাইদুর ইসলাম (২২)।
এর আগে ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় মোদি বিরোধী কর্মসূচিতে পুলিশের হামলা ও নিহতের প্রতিবাদে শনিবার (২৭ মার্চ) দুপুরে সিলেটে বিক্ষোভ মিছিল করে জামায়াত-শিবির নেতাকর্মীরা।
পুলিশ ঘটনাস্থলে হাজির হলে জামায়াত-শিবির নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এছাড়া নাশকতার অভিযোগে ঘটনাস্থল থেকে ১৪ নেতাকর্মীকে আটক করে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্যাহ তাহের বলেন, ‘শিবির নেতাকর্মীরা নয়াসড়ক পয়েন্টে জড়ো হয়ে মিছিল বের করে। বাধা দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। পরে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে।’
এর আগে শনিবার সকাল থেকে নগরের কোর্ট পয়েন্ট, বন্দরবাজার, চৌহাট্টা, রিকাবিবাজার, সুবিদবাজার, আম্বরখানা, শাহী ঈদগাহ, টিলাগড়, শিবগঞ্জ, মিরাবাজার ও উপশহরসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীকে মহড়া দিতে দেখা গেছে।
-এটি