সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭


তিস্তা চুক্তি দ্রুত করতে বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত রয়েছে ভারত: শ্রীংলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তিস্তা চুক্তি যত তাড়াতাড়ি সম্ভব করার জন্য ভারত বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হয়ে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে।

বুধবার (২৪ মার্চ) ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা দেশটির প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরের আগে দিল্লিতে স্থানীয় গণমাধ্যমে এ কথা বলেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্মানিত অতিথি হিসেবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফর করবেন।

শ্রিংলা বলেন, যৌথ নদী পানি কমিশনের আওতায় দু'দেশের পানি সম্পদ সচিবরা সম্প্রতি বৈঠক করেছেন। আমাদের দেশের মধ্যে প্রবাহিত সমস্ত নদী নিয়ে ব্যাপক আলোচনা ও সহযোগিতা চলছে। এমন কিছু বিষয় রয়েছে যেগুলির মধ্যে কেবল জলের প্রবাহই নয়, পানীয় ও সেচের উদ্দেশ্যে পানির ব্যবহার জড়িত রয়েছে।

শ্রিংলা যোগ করেন, আমরা পানিসম্পদ খাতে আমাদের সহযোগিতা অব্যাহত রাখব। এটি দুই দেশের মধ্যে সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। পানি ব্যবস্থাপনা পরিচালনায় আমাদের সহযোগিতা আছে। সেই সহযোগিতা অব্যাহত রয়েছে, এটি একটি চলমান বিষয়।

আমাদের পক্ষ থেকে তিস্তার চুক্তিটি যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সেই প্রচেষ্টাতে নিযুক্ত থাকব। আমি মনে করি এটিও আমাদের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ দিক তবে আমরা দু'দেশের মধ্যে প্রচুর সংখ্যক নদী নিয়ে কথা বলছি এমন বিষয়টিকে আমাদের এড়ানো উচিত নয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ