আওয়ার ইসলাম: আবদুল হাফেজ তাহসীনুল কুরআন মাদরাসা– জামিআ আফতাবনগরে দাওরায়ে হাদিস খোলার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির শাইখুল হাদিস ও সদরুল মুদাররিসীন আল্লামা মুহাম্মদ আবূ মূসা। তিনি বলেন, আফতাবনগরে কওমি মাদরাসায় পড়তে আগ্রহী মেধাবী অসহায় শিক্ষার্থীদের প্রাধান্য দেবো ইনশাআল্লাহ। রোজার পর থেকে ইবতেদায়ী থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত মাদরাসা চালুর সিদ্ধান্ত নিয়েছি আমরা।
মঙ্গলবার (২৩ মার্চ) মাদরাসার চতুর্থ তলার ছাদ ঢালাই উদ্বোধনী ও দোয়া মাহফিলে আল্লামা মুহাম্মদ আবূ মূসা এসব কথা বলেন।
মাওলানা মুহাম্মদ আবূ মূসা বলেন, আমাদের আরও দুটো ছাদ ঢালাইয়ের কাজ এর পরপরই শুরু হবে ইনশাআল্লাহ। তিনশোর মতো শিক্ষার্থী এখানে ভর্তি করার পরিকল্পনা রয়েছে আমাদের।
আল্লামা আবূ মূসা চরিত্রবান শিক্ষার্থী গড়ার আহ্বান জানিয়ে বলেছেন, আমরা জোর দিতে চাই শিক্ষার্থীদের চরিত্রবান হিসেবে গড়ে তোলা বিষয়গুলোর উপর। আজকাল রাষ্ট্রের প্রয়োজনে, মানব উন্নয়নে কাজ করার ভালো মানুষ বড়ই প্রয়োজন।
যে বিষয়গুলো গুরুত্ব পাবে- ক. শিক্ষার্থীদের আখলাকী পরিবর্তন।
খ. আরবি ও বাংলা দেয়ালিকা প্রকাশ।
গ. বাংলা ও আরবি বক্তৃতায় শিক্ষার্থীদের পারদর্শী করে গড়ে তোলা।
ঘ. তাফসীর ও উলূমে হাদীসের উপর গুরুত্ব দেয়া।
ঙ. মাদরাসার পরিবেশ পরিচ্ছন্ন ও পাঠদান উপযোগী করা।
বিত্তশালীদের মাদরাসার প্রতি সুদৃষ্টি রাখার আহ্বান জানিয়ে জামিআ আফতাবনগরের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ মুফতি মুহাম্মদ শরীফুল ইসলাম বলেন, আল্লাহর খালেস বান্দাদের শুভদৃষ্টিতেই এগিয়ে চলছে আমাদের এই প্রতিষ্ঠান।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- রাজধানীর নূরবাগ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মাসউদুল হক কাসেমী, সাতারকুল বড় মসজিদের খতীব মাওলানা আবদুল কাইয়ুম শেখ, জামিআ আনোয়ারুল উলূম সালামবাগের প্রিন্সিপাল মাওলানা হাসান মাহমুদ, মাদরাসা নূরে মদীনার প্রিন্সিপাল মাওলানা ইউসুফ, মাদরাসা উসমান রা.-এর প্রিন্সিপাল মাওলানা আবু মূসা কবির, দৈনিক আমার বার্তার সহকারী সম্পাদক মাওলানা মাসউদুল কাদির।
বাইতুন নূর মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবদুল কাদের, মুফতি দৌলত আলী, পাওয়ার গেটের ইমাম মাওলানা নুরুল ইসলাম আনসারী, আফতাবনগর তাজমহলের খতীব মাওলানা তাজুল ইসলাম আশরাফী, মাওলানা বেলায়েত হোসাইন, খাজা আজমিরী জামে মসজিদের খতীব মাওলানা ইয়াকুব আলী, শিল্পপতি মঞ্জুরুল হক, মাওলানা আবদুল্লাহ মাহমুদ প্রমুখ।
-এএ