রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

ফের লকডাউন প্রসঙ্গে যা বললেন স্বাস্থ্যের ডিজি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্প্রতি শুধু করোনায় মৃত্যুই নয়, কয়েকগুণ বেড়ে গেছে করোনার সংক্রমণের হার। এমন পরিস্থিতিতে করোনা মোকাবিলায় দেশের সব হাসপাতাল প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। এ সময় দেশে করোনার কারণে ফের লকডাউনের বিষয়ে কোনো নির্দেশনা নেই বলেও জানান তিনি।

স্বাস্থ্য অধিদফতরে মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে ফের লকডাউন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম এসব কথা বলেন।

তিনি বলেন, কঠোর লকডাউনের বিষয়ে আপাতত কোনো নির্দেশনা নেই। তবে রেস্তোরাঁ, গণপরিবহন ও পর্যটন কেন্দ্রে জনসমাগম কমানোর নির্দেশনা দেয়া হয়েছে। ইতোমধ্যে দেশের সব বিভাগীয় স্বাস্থ্য পরিচালক এবং ঢাকার কোভিড-১৯ হাসপাতালের পরিচালকদের সঙ্গে বৈঠক হয়েছে। তাদের সমস্যার কথা শোনা হয়েছে এবং সেগুলো চিহ্নিত করা হয়েছে।

স্বাস্থ্যের ডিজি আরও বলেন, যে যেখানে আছেন, সেখানেই চিকিৎসা নিন। বিদেশ থেকে আগতদের কঠোর কোয়ারেন্টাইন মানার নির্দেশনা দেয়া হয়েছে।

গত বছরের শেষের দিকে এবং নতুন বছরের শুরুতে দেশে করোনায় সংক্রমণ নিম্নমুখী দেখা যায়। গত ১৯ জানুয়ারি দৈনিক শনাক্তের হার পাঁচ শতাংশের নিচে নেমে এসেছিল, একপর্যায়ে তা তিন শতাংশেরও নিচে নেমে আসে। কিন্তু মার্চের শুরু থেকে সংক্রমণ বাড়তে থাকে।

গত এক সপ্তাহের মধ্যে বৃহস্পতিবার (১১ মার্চ) মারা যান ৬ জন। এদিন আক্রান্ত হন ১ হাজার ৫১ জন। পরদিন শুক্রবার (১২ মার্চ) করোনায় মৃত্যু হয় ১৩ জনের। ওই দিন ২৪ ঘণ্টায় শনাক্ত হয় এক হাজার ৬৬ জন। শনিবার (১৩ মার্চ) সরকারি হিসাবে মারা যান ১২ জন। এদিন করোনা শনাক্ত হয় এক হাজার ১৪ জনের শরীরে। পরবর্তী তিন দিন; রোব, সোম ও মঙ্গলবার মৃত্যু ও আক্রান্ত যথাক্রমে ১৮ জন ও ১ হাজার ১৫৯, ২৬ জন ও ১ হাজার ৭৭৩ এবং ২৬ জন ও ১ হাজার ৭১৯ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ