শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭

শিরোনাম :
জনগণের প্রত্যাশিত শক্তিশালী গণতন্ত্রকে ফেরাবই : সালাহউদ্দিন আহমেদ টিকে গেলেন হাসনাত, বাদ পড়লেন ধানের শীষের প্রার্থী ভালো নির্বাচন না হলে ভয়াবহ খেসারত দিতে হবে: দুদু নারায়ণগঞ্জের ৫ আসনে হাতপাখা প্রতীকে লড়ছেন যারা চান্দিনায় খেলাফত মজলিসের নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা ‘ইসলামী আন্দোলনের নেতাকর্মীর জামায়াতে যোগ দেওয়ার সংবাদ হীন উদ্দেশ্যপ্রণোদিত’ ফেনী জামিয়া ইসলামিয়ায় ৫ দিনব্যাপী বাংলা ভাষা ও সাহিত্য প্রশিক্ষণ কর্মশালা বেফাকের ৪৯তম পরীক্ষা শুরু, মোট শিক্ষার্থী তিন লাখ ৭৩ হাজার ‘বেওয়ারিশ লাশের সংখ্যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরছে’ অপসাংবাদিকতার শিকার হয়েছি: আমিরে মজলিস

ওয়াজ-মাহফিলের নামে ভুয়া বক্তার প্রতারণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার ধর্মীয় ওয়াজ মাহফিলের নামে প্রতারণা। কখনও বক্তা যোগাড় করে দেয়ার নামে টাকা হাতিয়ে নেয়া হচ্ছে, কখনও আবার টাকা নিয়ে উধাও কিন্তু অনুষ্ঠানস্থলে নেই বক্তা। মাওলানা শরিফুল ইসলাম নামে এরকমই এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।

মাওলানা শরিফুল ইসলাম নারায়ণগঞ্জ বন্দর থানার বায়তুল মামুর জামে মসজিদের খতিব। নিজেকে তিনি পরিচয় দেন জনপ্রিয় ইসলামিক বক্তা মীর হাবিবুর রহমান যুক্তিবাদীর পিএস হিসেবে। অভিযোগ, হাবিবুর রহমান যুক্তিবাদীকে বক্তা হিসেবে নিয়ে যাওয়ার কথা বলে দেশের বিভিন্ন এলাকা থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। এমনই এক অভিযোগে রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা মামলায় নারায়নগঞ্জের বন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। টাকা সংগ্রহ করা হতো মসজিদের মুয়াজ্জিন এনামুলের বিকাশ নম্বরে।

অভিযুক্ত শরিফুল ইসলাম বলেন, ‘আমি হুজুরকে না বলে এই তারিখটা দিয়েছিলাম। আমার ভুল হয়ে গেছে, আমি হুজুরের সাথে পরামর্শ না করে এই কাজটা করেছিলাম।’

নারায়ণগঞ্জ বায়তুল মামুর জামে মসজিদের মুয়াজ্জিন এনামুল হক বলেন, ‘শরিফুল ইসলাম আমার বিকাশ নাম্বারে টাকা আনছে। প্রথমে ৯ হাজার টাকা আনছে, পরে ২০ হাজার আনছে।’ সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, শরিফুল ইসলাম হাবিবুর রহমান যুক্তিবাদীর সাবেক ছাত্র। তাঁর বিকাশ একাউন্টে শতাধিক লেনদেনের হিসাব পাওয়া গেছে।

ডিএমপির তেজগাঁও জোনের ডিসি হারুন অর রশিদ বলেন, ‘মানুষ শরিফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করে মীর হাবিবুর রহমান যুক্তিবাদীকে মাহফিলের দাওয়াত দেয়ার জন্য। তখন শরিফুল বলে যে, আমার বিকাশে ৫০ হাজার টাকা পাঠান, আমি ওনাকে কন্টাক্ট করাই দিচ্ছি। এই বিকাশ নাম্বার দেখেছি প্রায় কয়েকশ মানুষের বিকাশ থেকে টাকা আসছে।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ