শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭

শিরোনাম :
জনগণের প্রত্যাশিত শক্তিশালী গণতন্ত্রকে ফেরাবই : সালাহউদ্দিন আহমেদ টিকে গেলেন হাসনাত, বাদ পড়লেন ধানের শীষের প্রার্থী ভালো নির্বাচন না হলে ভয়াবহ খেসারত দিতে হবে: দুদু নারায়ণগঞ্জের ৫ আসনে হাতপাখা প্রতীকে লড়ছেন যারা চান্দিনায় খেলাফত মজলিসের নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা ‘ইসলামী আন্দোলনের নেতাকর্মীর জামায়াতে যোগ দেওয়ার সংবাদ হীন উদ্দেশ্যপ্রণোদিত’ ফেনী জামিয়া ইসলামিয়ায় ৫ দিনব্যাপী বাংলা ভাষা ও সাহিত্য প্রশিক্ষণ কর্মশালা বেফাকের ৪৯তম পরীক্ষা শুরু, মোট শিক্ষার্থী তিন লাখ ৭৩ হাজার ‘বেওয়ারিশ লাশের সংখ্যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরছে’ অপসাংবাদিকতার শিকার হয়েছি: আমিরে মজলিস

অ্যাস্ট্রাজেনেকার টিকা নেয়ার পর রক্ত জমাট বাঁধার প্রমাণ মেলেনি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নেয়ার পর রক্ত জমাট বাঁধার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভ্যাকসিন প্রয়োগ স্থগিত করার কোনো কারণ নেই জানিয়ে টিকাদান কর্মসূচি চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। খবর রয়টার্সের।

অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণের পর কারো কারো রক্তনালিতে রক্ত জমাট বেঁধে যাচ্ছে এমন খবর ছড়িয়ে পড়ার পর টিকা প্রদান কার্যক্রম স্থগিত করে ডেনমার্ক, নরওয়ে, বুলগেরিয়াসহ বেশ কয়েকটি দেশ। এর ফলে টিকাটি গ্রহণকারী দেশগুলোর কর্তৃপক্ষের কপালে পড়ে চিন্তার ভাঁজ পড়ে।

তবে শুক্রবার (১২ মার্চ) বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ বন্ধের কোনো কারণ নেই। টিকাটির বিষয়ে পার্শ্বপ্রতিক্রিয়ার যে কথা বলা হয়েছে তা সত্য নয় বলেও জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র মার্গারেট হ্যারিস।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা মুখপাত্র বলেন, এটি খুবই চমৎকার একটি টিকা। দেশগুলোর উচিত এটি ব্যবহার অব্যাহত রাখা। কারণ এরসঙ্গে রক্ত জমাট বাধার কোন সংশ্লিষ্টতা এখনো পাওয়া যায়নি। তবে যে কথা ছড়িয়েছে, সে বিষয়ে ডব্লিউ এইচ ও বিস্তারিত তদন্ত অব্যাহত রেখেছে।

এখন পর্যন্ত কেবল ইউরোপেরই ৫০ লাখ মানুষ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণ করেছেন। এ ছাড়া কম মূল্য এবং সহজে সংরক্ষণযোগ্য হওয়ায় ভ্যাকসিনটি ব্যবহার করছে দক্ষিণ এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ