শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭

শিরোনাম :
জনগণের প্রত্যাশিত শক্তিশালী গণতন্ত্রকে ফেরাবই : সালাহউদ্দিন আহমেদ টিকে গেলেন হাসনাত, বাদ পড়লেন ধানের শীষের প্রার্থী ভালো নির্বাচন না হলে ভয়াবহ খেসারত দিতে হবে: দুদু নারায়ণগঞ্জের ৫ আসনে হাতপাখা প্রতীকে লড়ছেন যারা চান্দিনায় খেলাফত মজলিসের নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা ‘ইসলামী আন্দোলনের নেতাকর্মীর জামায়াতে যোগ দেওয়ার সংবাদ হীন উদ্দেশ্যপ্রণোদিত’ ফেনী জামিয়া ইসলামিয়ায় ৫ দিনব্যাপী বাংলা ভাষা ও সাহিত্য প্রশিক্ষণ কর্মশালা বেফাকের ৪৯তম পরীক্ষা শুরু, মোট শিক্ষার্থী তিন লাখ ৭৩ হাজার ‘বেওয়ারিশ লাশের সংখ্যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরছে’ অপসাংবাদিকতার শিকার হয়েছি: আমিরে মজলিস

হাসপাতাল থেকে ছাড়া পেলেন মমতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচনী প্রচারে গিয়ে অজ্ঞাত ব্যক্তিদের হামলায় আহত হওয়ার দুই দিন পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ছয় সদস্যের মেডিকেল বোর্ড তাকে রিলিজ করার সিদ্ধান্ত নেয়।

শুক্রবার সন্ধ্যায় তাকে ছুটি দেওয়ার কথা ঘোষণা করে কলকাতার এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে মুখ্যমন্ত্রী মমতার জন্য শুক্রবার ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। বোর্ড মমতার সবশেষ অবস্থান বিবেচনা করে তাকে রিলিজ করে।

এসএসকেএম কর্তৃপক্ষ জানিয়েছে, ‘হাসপাতাল থেকে ছুটি দেওয়া হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বারবার তিনি ছুটি দেওয়ার জন্য অনুরোধ করেছেন। চিকিৎসায় তিনি সাড়া দিয়েছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে বাড়ি ফিরে তাকে সব বিধিনিষেধ মেনে চলতে হবে। নিয়ম মেনে তিনি চলাফেরা করতে পারবেন।’

হাসপাতাল সূত্রের বরাতে দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে, আহত মমতা বন্দোপাধ্যায়ের বাঁ পায়ে প্লাস্টার করা হয়েছিল। শুক্রবার প্লাস্টার কেটে দেখা যায়, মুখ্যমন্ত্রীর পায়ের ফোলা কমেছে। আজ নতুন করে তার পায়ে আবার প্লাস্টার করা হয়।

এরপর দুপুরেই বাড়ি ফেরার ইচ্ছা প্রকাশ করেন মমতা। চিকিৎসকরা তার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। চিকিৎসকরাও জানান যে, এখন হাসপাতাল থেকে বাড়ি ফেরার মতো অবস্থায় রয়েছেন মুখ্যমন্ত্রী।

চিকিৎসকদের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পরপরই এসএসকেএম থেকে মমতার বাড়ি ফেরার প্রস্তুতি শুরু হয়। চিকিৎসকদের মতে, বাড়িতে রেখেও ২-৩ দিন তার চিকিৎসা করা যায়। বাড়িতে কীভাবে থাকতে হবে, তা তাকে জানিয়েছেন চিকিৎসকরা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ