শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ ।। ২৯ কার্তিক ১৪৩২ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নেতানিয়াহুকে ক্ষমা করতে ইসরায়েলের প্রেসিডেন্টকে ট্রাম্পের অনুরোধ পাকিস্তান থেকে ওষুধ আমদানি বন্ধ করল আফগানিস্তান এক মিলিয়নের বেশি হজযাত্রীর নিবন্ধন সম্পন্ন করেছে সৌদি পাকিস্তানে সংবিধান সংশোধনে ক্ষুব্ধ হয়ে পদত্যাগ করলেন সুপ্রিম কোর্টের ২ বিচারপতি আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ. স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন ২২ নভেম্বর ৩০ নেতাকর্মী বিএনপিতে, জামায়াত বলল ‘ওরা আমাদের কেউ নয়’ মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাসেমীর হাত ও পায়ের অপারেশন সম্পন্ন নির্বাচন ও গণভোট একসঙ্গে করার সিদ্ধান্ত প্রত্যাহার চায় ৮ দল ময়মনসিংহে শুরু হলো ইসলামী বইমেলা ২০২৫ প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে চবিতে মানববন্ধন

শহর নোংরা করা যাবে না, সরকারি আবাসনের ফটকে ময়লা রাখার পর মেয়র আতিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘সরকারি কর্মকর্তাদের আবাসনে বর্জ্য ব্যবস্থাপনার কোনো ব্যবস্থা নেই। দীর্ঘদিন ধরে তারা এই বর্জ্য রাস্তায় ফেলছেন। এতে নগরের পরিবেশ নোংরা হচ্ছে। এভাবে আর চলতে দেওয়া হবে না। এই শহর নোংরা করতে দেয়া হবে না।’ সরকারি আবাসনের ফটকে ময়লা রাখার নির্দেশ দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মেয়র আতিকুল ইসলাম।

আজ সোমবার (৮ মার্চ) সকাল ১০টায় মিরপুর-৬ নম্বর সেকশনে সরকারি কর্মকর্তাদের আবাসনের সামনে দিয়ে যাচ্ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। সেখানে  স্তূপ করে রাখা ছিল গৃহস্থালির বর্জ্য। এ সময় তিনি বর্জ্যের স্তূপ দেখে গাড়ি থেকে নামেন। এরপর ওই বর্জ্য সরকারি কর্মকর্তাদের আবাসনের ফটকের সামনে রাখার নির্দেশ দেন।

ডিএনসিসি মেয়রের এমন পদক্ষেপ দেখে সন্তুষ্টি প্রকাশ করেন স্থানীয় বাসিন্দা এবং পথচারীরা। তারা জানিয়েছেন, প্রতিদিন এই সড়কে সরকারি কর্মকর্তাদের আবাসনের বর্জ্য ফেলা হয়। এতে এই পথে চলতে সমস্যা হয়।

বর্জ্য অপসারণের পর মেয়র আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘এই আবাসনে ৬০০টির বেশি পরিবার বাস করে। কিন্তু সরকারের যে সংস্থা এই আবাসন করেছে, তারা বর্জ্য রাখার জন্য কোনো জায়গায় রাখেনি। এখন তারা জায়গা দিলে এসটিএস নির্মাণ করে দেবে ডিএনসিসি। তারপরও এই শহর নোংরা করতে দেয়া হবে না।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ