মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ ।। ৪ ভাদ্র ১৪৩২ ।। ২৫ সফর ১৪৪৭

শিরোনাম :
বিএনপি কি ইসলামপন্থীদের আস্থা হারাচ্ছে?  নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্ট পুনর্বাসন হবে: তারেক রহমান ডাকসু নির্বাচনে প্রার্থী ৬৫৮ জন, হল সংসদে ১ হাজার ৪২৭ মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন জুমার নামাজে না গেলে দুই বছরের দণ্ড হতে পারে  রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচন জরুরি: মির্জা ফখরুল সৌদি আরবে নতুন হজ কাউন্সেলর কামরুল ইসলাম তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে না থাকার নির্দেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০০ বৃক্ষরোপণ

জান্নাত পেতে হলে আদবওয়ালা হতে হবে: চরমোনাই মাঠে মুফতি ওমর ফারুক সন্ধীপী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
চরমোনাই ময়দান থেকে

জান্নাত পেতে হলে আমাদের সবাইকে আদব ওয়ালা হতে হবে। জান্নাত পাওয়ার শর্ত হলো গোনাহ মাফ হওয়া। আদব ওয়ালা হওয়া। নৈতিক অবক্ষয় ও অধপতন একমাত্র আদব ছেড়ে দেয়ার কারনে।

চরমোনাই ময়দানে আজ ২৪ ফেব্রুয়ারি (বুধবার) রাত ৮ টা ৩০ মিনিটে ইসলামী আন্দোলনের শরীয়া বোর্ডের উপদেষ্টা মুফতি ওমর ফারুক সন্ধীপী এ বয়ান পেশ করেন।

তিনি আগত মুসল্লিদের আরও বলেন, মুসলিম উম্মাহর এই মুহুর্তে সবচেয়ে বড় প্রয়োজন হলো ঐক্য। আর আমাদের ঐক্য হলে পৃথিবীর কোন শক্তি তা ভেঙ্গে ফেলার শক্তি রাখে না। এক আর নেক ছাড়া আমাদের কোন বিকল্প নেই। আমরা এক আর নেককার হয়ে হাতে হাত রেখে ইসলামের জন্য কাজ করব ইনশাআল্লাহ।

প্রসঙ্গত, বুধবার বরিশালের কীর্তনখোলা নদীর তীরে চরমোনাই ময়দানে ৩দিন ব্যাপী বার্ষিক মাহফিল (ফাল্গুন) শুরু হয়েছে। মাহফিল চলবে আগামী ২৭ তারিখ বাদ ফজর পর্যন্ত। চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের আখেরী মুনাজাতের মাধ্যমে ২৭ ফেব্রুয়ারি (শনিবার) বাদ ফজর শেষ হবে এ মাহফিল।

জানা গেছে, মাহফিলের ৩দিনে মোট ৭টি বয়ান হবে। এর মাঝে ৫টি বয়ান করবেন চরমোনাইয়ের প্রধান পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। আর ২টি বয়ান করবেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। এছাড়াও মাহফিলে আগত বিদেশী উলামায় কেরামগণ মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করবেন বলে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ