মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫ ।। ২৪ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
দুর্নীতি ও ফ্যাসিবাদমুক্ত দেশ গড়তে ইসলামের কোনো বিকল্প নাই : চরমোনাই পীর জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাসসহ আহত ৪ সেদিন সরকারের তিন মন্ত্রীর সঙ্গে মিটিং করে আন্দোলন প্রত্যাহারে চাপ দেয় ডিজিএফআই মাহফিলে বয়ানরত অবস্থায় মারা যাওয়া বক্তার দাফন সম্পন্ন উপদেষ্টারা পদে থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি আনোয়ারুল জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়বে খেলাফত মজলিসে যোগ দিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট আলেম ঢাকা-৭ আসনে হাতপাখার প্রার্থীর ‘পরিবর্তন যাত্রা’ পঞ্চগড়ে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় স্ত্রী নিহত

রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়েছে বুঝবেন কীভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোগ প্রতিরোধ ব্যবস্থা ভালো হলে সব ধরনের সংক্রমণের সঙ্গে লড়াই করার শক্তি থাকে শরীরের। কিন্তু কোনো কারণে প্রতিরোধ ব্যবস্থা ভেঙ্গে গেলে নানা রোগ সহজেই শরীরে জেঁকে বসে। শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভেঙ্গে গেলে নানা ধরনের উপসর্গের মাধ্যমে তা প্রকাশ পায়।

এক. অতিরিক্ত মানসিক চাপ শরীরের প্রতিরোধ ব্যবস্থা ভেঙ্গে দেয়। তখন শরীরে ঘন ঘন সংক্রমণ হয়। এছাড়া অতিরিক্ত বিরক্তিও রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়ার উপসর্গ প্রকাশ করে।

দুই. যদি বছরে পাঁচ বারের বেশি কানের সংক্রমণ, একটানা সাইনাসে সংক্রমণ, দুইবারেরও বেশি নিউমোনিয়া হয় এবং তিনবারের বেশি অ্যান্টিবায়োটিক খেতে হয় তাহলে বুঝতে হবে শরীরের প্রতিরোধ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে।

তিন. যদি বছরে তিনবারের বেশি সর্দি-কাশিতে আক্রান্ত হন তাহলেও বুঝতে হবে আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল । এছাড়া এই সমস্যা সারতে যদি দুই থেকে চারদিন লাগে তাহলেও বুঝতে হবে রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে।

চার. রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হওয়ার আরেকটি লক্ষণ হচ্ছে সারাদিন বিশ্রাম নিলেও সারাক্ষণ ক্লান্ত লাগা।

পাঁচ. যেকোন ক্ষত সারতে বেশি সময় লাগলেও বুঝতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে গেছে।

ছয়. শরীরের প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হলে ঘন ঘন অস্থিসন্ধিতে ব্যথা হয়।

সাত. বিজ্ঞানের ভাষায়, শরীরের শতকরা ৬০ থেকে ৭০ ভাগ প্রতিরোধ ব্যবস্থা নির্ভর করে হজম পদ্ধতির ওপর। হজম ব্যবস্থায় কোনো সমস্যা হলে অ্যাসিডিটি, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। -টাইমস অব ইন্ডিয়া

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ