সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড় জামায়াত-শিবির কখনো ইসলামি দল হতে পারে না: সিরাত সম্মেলনে বক্তারা প্রার্থিতা ফিরে পেলেন রিকশা প্রতীকের আরও তিন প্রার্থী এলপিজি আমদানি নিয়ে বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক

শীতে পোশাকের যত্ন নেবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শীত চলে যাওয়ার সময় প্রায় হয়েই এলো। উঠিয়ে রাখার আগে শীত পোশাক ঠিকঠাক পরিষ্কার করা চাই। উল, লেদার বা ডেনিম দীর্ঘদিন ভালো রাখতে চাইলে কীভাবে যত্ন নেবেন জেনে নিন।

উলের সোয়েটার: ধুলা দূর করতে কোট পরিষ্কার করার ব্রাশ ব্যবহার করতে পারেন। বেশিরভাগ উলের পোশাকেই ড্রাই ক্লিন করার নির্দেশ থাকে। না থাকলে মেশিনে বা হাতে ধুয়ে নিন। মেশিনে দিলে জেন্টাল ওয়াশে সেট করুন ও মাইল্ড ডিটারজেন্ট ব্যবহার করুন। হাতে পরিষ্কার করলে অল্প গরম পানিতে লিকুইড সাবান দিয়ে তিন-চার মিনিট ভিজিয়ে রাখুন। এরপর আলতো করে ধুয়ে নিন। উল কখনও সরাসরি সূর্যের আলোয় শুকাবেন না। এতে রঙ নষ্ট হয়ে যায়। ইস্ত্রি করার সময় সোয়েটারের উপর একটা পাতলা কাপড় বিছিয়ে নিন।

লেদার জ্যাকেট: লেদার পরিষ্কার করার জন্য কমার্শিয়াল লেদার ক্লিনার ব্যবহার করাই ভালো। তবে দাগ যদি শুধুমাত্র লেদারের উপরের লেয়ারে থাকে, তাহলে নেইল পলিশ রিমুভার বা অ্যারোসল হেয়ার স্প্রে দিয়ে উঠিয়ে নিন। এতে দাগ না উঠলে প্রফেশনাল ক্লিনারের কাছে দিয়ে দেওয়াই ভালো।

লেদারের জ্যাকেট ড্রাই হয়ে ফেটে যাওয়া আটকাতে কন্ডিশনিং খুব প্রয়োজনীয়। স্মুদ থাকলে লেদার পলিশও ব্যবহার করতে পারেন। আলমারিতে রাখার সময় লেদার জ্যাকেট চওড়া, প্যাডেড হ্যাঙ্গারে টাঙিয়ে রাখুন। খুব চাপাচাপি করে রাখবেন না। জ্যাকেট কভার করে রাখতে চাইলে নাইলন বা কাপড়ের ব্যাগ ব্যবহার করুন, প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করবেন না। ইস্ত্রি করতে হলে আগে কিছুক্ষণ স্টিমের মধ্যে রাখুন। তারপর উপরে কাপড় রেখে, অল্প গরমে ইস্ত্রি করুন।

ডেনিম: বারবার ধুলে ডেনিম নষ্ট হয়ে যায়। তাই ডেনিম জ্যাকেট পরিষ্কার করতে হবে একটু অন্যভাবে। ঠাণ্ডা পানিতে ভিনেগার মিশিয়ে জ্যাকেট ডুবিয়ে রাখুন অন্তত আধাঘণ্টা। শুকিয়ে গেলে ভিনেগারের গন্ধ চলে যাবে। সরাসরি গরম পানি লাগলে ডেনিম ফ্যাকাশে হয়ে যেতে পারে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ