মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি: মহেশখালী উপজেলার কুতুবজোমে দু'টি এতিম খানায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাহফুজুর রহমান। এসময় তিনি এতিম শিশুদের বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে খোঁজ খবর নেন।
বুধবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার কুতুবজোম ইউনিয়নের হযরত সালমান ফারসী (রা.) তা’লীমুল কুরআন মাদরাসা এবং খোন্দকার পাড়ার আল্লামা মোহাম্মদ ফোরকান (রহ.) এতিমখানায় এ কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জানা যায়, কুতুবজোমের এই দুটি মাদরাসায় শতাধিক কম্বল বিতরণ করা হয়। এসব কম্বল শুধুমাত্র এতিম শিশুদের ব্যবহার করার জন্য প্রদান করা হয়। এসময় দুই মাদরাসা এতিম শিশুরা উপস্থিত ছিল।
উপজেলা নির্বাহী অফিসার মুহা. মাহফুজুর রহমান বলেন, উপজেলার এতিম শিশুদের প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সহযোগীতা করে পাশে থাকবে। তাই তাদের শীত নিবারণের জন্য প্রাথমিক পর্যায়ে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। তাদের সার্বিক খোঁজখবর রাখা হবে।
-এএ
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        