মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ।। ৫ কার্তিক ১৪৩২ ।। ২৯ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
প্রথমবারের মতো টাইফয়েডের টিকা পেল মাদরাসা শিক্ষার্থীরা পর্যটকদের দৃষ্টি কাড়ে কাপ্তাইয়ের পিলারবিহীন মসজিদ নোয়াখালীর সংঘর্ষের কথা বলে প্রচারিত মসজিদের ছবির সত্যতা কতটুকু? চবির পাঁচ হাজার শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে কোরআন বিতরণ আবারও ‍খুলে দেওয়া হচ্ছে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত স্বাধীন দেশে থেকেও আমরা ছিলাম পরাধীন: ফয়জুল করীম নোয়াখালীতে কোরআন তালিমে হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ইসরায়েলকে কঠিন পরিণতির হুঁশিয়ারি ইয়েমেনের  সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্মানী/ভাতা পুনঃনির্ধারণ: অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন এবার এক টাকা কেজি গরুর গোশত বিক্রির ঘোষণা এমপি প্রার্থীর!

গেম আসক্তি থেকে যুব সমাজকে রক্ষা করুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ নাজমুচ্ছাকিব।।

যুবকরাই এ জাতী ও দেশের ভবিষ্যৎ কর্ণধার। তাদের নিয়ে দেশ ও জাতী অনেক স্বপ্ন দেখে, কিন্তু আমাদের যুব সমাজ দেশ ও দশের কথা বাদ দিয়ে গেম এ প্রচন্ড-ভাবে আসক্ত হয়ে পড়েছে। যা আমাদের যুবকদের মানসিক বিকাশে বাধা ঘটাচ্ছে। চিকিৎসা বিজ্ঞানীদের মতে, একটা মানুষকে প্রতিদিন নির্দিষ্ট কিছু সময় সবুজ গাছ-পালার নিচে ঘুরা ফেরা বা খেলাধুলা করতে হবে, এতে মন-মানসিকতা, স্বাস্থ ভালো থাকে।

কিন্তু আমাদের যুব সমাজ তা বাদ দিয়ে দিনের অধিকাংশ সময় মোবাইল বা কম্পিউটার এর সামনে বসে থাকে। যার ফলে চোখ, মানসিকতা, স্মৃতী শক্তির সমস্যা সহ নানান জটিল রোগে আক্রান্ত হতে দেখা যাচ্ছে।

সম্প্রতি পাবজি বা ফ্রি-ফায়ার গেম এ যে পরিমাণ আসক্তি হয়েছে আমাদের যুব সমাজ, এতে করে আমাদের ভবিষ্যৎ যে খুব বেশি ভালো নয় তা সহিজেই অনুমান করা যায়।

বন্ধুমহল বা আত্মীয় স্বজন সবার থেকে দূরে চলে যাচ্ছে আমাদের যুব সমাজ যার জন্য বর্তমানে ডিপ্রেশন এর রুগি বা আত্মহত্যা প্রবণতা বেড়ে গিয়েছে।তাই আমাদের জনমনে সচেতনতা তৈরি করতে হবে। গেম আসক্তি থেকে যুব সমাজকে বের করে আনতে সভা সেমিনার বা ফিচার তৈরি করতে হবে।

একমাত্র জনমনে সচেতনতা তৈরির মাধ্যমেই আমরা যুব সমাজকে গেম আসক্তি থেকে বের করে আনতে পারব।

লেখক: আল হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ