বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ।। ৩ পৌষ ১৪৩২ ।। ২৭ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
মাওলানা খালেদ সাইফুল্লাহকে একটি প্রাডো ব্র্যান্ডের গাড়ি উপহার দিয়েছেন এক ভক্ত তারেক রহমানের ফ্লাইটে দেশে ফিরতে নেতাকর্মীদের হিড়িক, সব টিকিট বিক্রি নির্বাচনকে কেন্দ্র করে ভারতের 'নসিহত' অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগের ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে ‘মামলা না থাকলেও’ গ্রেপ্তারের নির্দেশ ৬ দফা দাবিতে ঐক্যবদ্ধ বিবৃতি দিল ছাত্রশিবিরসহ ১৮ ছাত্রসংগঠন ২০ ফেব্রুয়ারি শুরু একুশে বইমেলা আশার বাণী নয়, প্রধান উপদেষ্টার কাছে মানুষ পদক্ষেপ দেখতে চায়: অধ্যক্ষ ইউনুস মাওলানা জুনায়েদ আল হাবীবকে ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ আলেমদের সমর্থন এমন কিছু ঘটবে যা সারাদেশ কাঁপাবে, বান্ধবীকে শুটার ফয়সাল দাড়ি-টুপিকে রাজাকারের প্রতীক বানানোর ইস্যুতে হেফাজতের তীব্র প্রতিবাদ

বেসরফ গ্ৰুপ অব বাংলাদেশের ১ম বার্ষিক কনফারেন্স-২০২১ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইশতিয়াক সিদ্দিকী, হাটহাজারী প্রতিনিধি।।

'শিক্ষা, সেবা, আর্থসামাজিক উন্নয়ন এবং জাতীয় অর্থনীতি সমৃদ্ধকরণ' এই স্লোগানকে সামনে রেখে বেসরফ গ্রুপ অফ বাংলাদেশ এর ১ম বার্ষিক কনফারেন্স-২০২১ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৫ জানুয়ারি) চট্টগ্রামের এক অভিজাত সম্মেলন কেন্দ্রে বেসরফ গ্ৰুপ অব বাংলাদেশের চেয়ারম্যান এন্ড ম্যানেজিং ডিরেক্টর এন.কে.এম ইরফান চৌধুরীর সভাপতিত্বে ও চিফ এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল্লাহ আল মামুন এর পরিচালনায় কনফারেন্সটি অনুষ্ঠিত হয়।

এই সময় সভাপতির বক্তব্যে এন.কে.এম ইরফান চৌধুরী বলেন, দেশের অর্থনীতি সমৃদ্ধকরণের ক্ষেত্রে তরুণদের প্রতিষ্ঠিত করতে বেসরফ গ্রপ অব বাংলাদেশ সর্বত্রে এবং সর্বোচ্চ ভূমিকা পালন করবে, ইনশাআল্লাহ। বিশেষ করে দেশের অর্থনৈতিক প্রত্যেকটি সেক্টরকে সমৃদ্ধ করে সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জন করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে বেসরফ গ্ৰুপ অব বাংলাদেশ। সুতরাং এই লক্ষ্যকে অটুট রেখে প্রত্যেক শেয়ারহোল্ডারদের সর্বোচ্চ সক্রিয় থেকে অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ গঠনের ভূমিকায় অংশ নিতে হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বেসরফ গ্ৰুপের ডেপুটি ভাইস-চেয়ারম্যান শওকত ওসমান, চিফ অফিস ডিরেক্টর মুহাম্মাদ এমদাদুল্লাহ, চিফ ফিন্যান্স ডিরেক্টর ইব্রাহিম তালুকদার ইমন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, বেসরফ গ্ৰুপের জেনারেল বোর্ড মেম্বার মো. নোমানুর রশিদ। উক্ত বার্ষিক সম্মেলনে বেসরফ গ্ৰুপ অব বাংলাদেশ সকল শেয়ারহোল্ডারগণ অংশগ্রহণ করেন। সুন্দর ও সুষ্ঠভাবে সম্মেলনের শেষ পর্বে অনুষ্ঠানের পরিচালক দেশের অর্থনীতির সার্বিক উন্নতি ও কল্যাণ কামনা করে সমাপ্ত ঘোষণা করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ