মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ।। ৫ কার্তিক ১৪৩২ ।। ২৯ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
প্রথমবারের মতো টাইফয়েডের টিকা পেল মাদরাসা শিক্ষার্থীরা পর্যটকদের দৃষ্টি কাড়ে কাপ্তাইয়ের পিলারবিহীন মসজিদ নোয়াখালীর সংঘর্ষের কথা বলে প্রচারিত মসজিদের ছবির সত্যতা কতটুকু? চবির পাঁচ হাজার শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে কোরআন বিতরণ আবারও ‍খুলে দেওয়া হচ্ছে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত স্বাধীন দেশে থেকেও আমরা ছিলাম পরাধীন: ফয়জুল করীম নোয়াখালীতে কোরআন তালিমে হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ইসরায়েলকে কঠিন পরিণতির হুঁশিয়ারি ইয়েমেনের  সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্মানী/ভাতা পুনঃনির্ধারণ: অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন এবার এক টাকা কেজি গরুর গোশত বিক্রির ঘোষণা এমপি প্রার্থীর!

উভয় জাহানে সফলতার রাজপথ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লাবীব হুমায়দী: আল্লাহ তা'আলা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন বিশ্বমানবতাকে ইহকালীন ও পরকালীন নাজাতের পথ প্রদর্শনের জন্য। জাহেলি যুগ ও সমগ্রজাতির পথহারা মানুষগুলোর নৈতিকতা, চরিত্রিকতা ও চিন্তা-চেতনা বিবর্তনের জন্য। তাদের রাহাজানি, খুন-খারাবি, নৈতিক ও চারিত্রিক অবক্ষয় এবং সামাজিক অধঃপতন থেকে চির মুক্তির পথে পরিচালিত করার জন্য।

আল্লাহর পক্ষ থেকে অর্পিত রিসালাতের দায়িত্ব তিনি যথাযথ আদায় করেছেন এবং তাতে পূর্ণতা দিয়েছেন।পথভোলা মানুষগুলোর মন-মানসিকতা ও চিন্তা-চেতনার দিগন্তে তিনি ঐশী আভার স্বচ্ছতা ও পবিত্রতা ছড়িয়ে দিয়েছিলেন। আর তাঁর আনীত কুরআনে কারীম ও প্রদর্শিত সুন্নাহ সত্যিই বর্বর মানবতাকে হিদায়েতের আলোকোদ্ভাসে উদ্ভাসিত করেছিলো। ফলে আরবের রাহজানগুলো সমগ্রবিশ্বের রাহবারে পরিণত হয়েছিল। বিপন্ন মানবতা চির উদ্ভাসিত হয়েছিলো।

দল-মত নির্বিশেষে সকলেই মেনে নিয়েছে যে, বাস্তবেই তিনি ছিলেন আলোর দিক-দিশারী, সকল গুণের আধার ও সর্বোত্তম আদর্শের দীপাধার। তাই আল্লাহ তা'আলা মুমিনদের উদ্দেশ্যে বলেছেন_ 'নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ'।(সূরা আহযাব:২১)

সামগ্রিকভাবেই কিয়ামত অবধি ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক সকল অঙ্গনেই তাঁর অনুপম আদর্শেই রয়েছে বিশ্বমানবতার শান্তি ও মুক্তি। তাই আমাদের ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক সকল অঙ্গনেই হুজুরের আদর্শকে গ্রহণ করতে হবে।তাঁর মহান আদর্শে উজ্জীবিত হয়ে দুনিয়া ও আখেরাতে নিজেদের সফল হতে হবে।

বিষয়টি ইমাম ইবনুল কায়্যিম রহ. এভাবে তাঁর লেখায় ফুটিয়ে তুলেছেন- ‘উভয় জাহানের সফলতা হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাঝেই নিহিত। তাই প্রত্যেক সফলকামী ও মুক্তিকামীর কর্তব্য হচ্ছে, সর্বক্ষেত্রে হুজুরের আদর্শ ও দিকনির্দেশনা জেনে তাঁর অনুগামীদের অন্তর্ভুক্ত হওয়া’।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ