আওয়ার ইসলাম: প্রতারণার একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন প্রজাপতি পরিবহনের এমডি রফিকুল ইসলাম।
বুধবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় মিরপুর সাড়ে এগারো প্রজাপতি পরিবহনের কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর তাকে পল্লবী থানায় হস্তান্তর করা হয়।
সূত্র জানায়, ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন রফিকুল ইসলাম।
পল্লবী থানার ওসি কাজী ওয়াজেদ আলী যুগান্তরকে বলেন, প্রজাপতি পরিবহনের এমডি সিআর মামালার ওয়ারেন্টভুক্ত আসামি। মামলাটি কোর্টে হয়েছে। সন্ধ্যায় ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে।
-এএ