রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার গাজীপুরে ইমাম উলামা পরিষদের মাহফিলে লাখো মানুষের ঢল জাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচন সম্ভব: ধর্ম উপদেষ্টা মাওলানা জুবাইর আহমদ আশরাফের ইন্তেকালে আওয়ার ইসলাম সম্পাদকের শোক নৈতিকতাহীন মানুষ দিয়ে দেশ উন্নত করা সম্ভব নয় : ডিএমপি কমিশনার ইসি আইনের বাইরে গিয়ে বড় দলগুলোকে সুবিধা দিচ্ছে: আসিফ মাহমুদ ইরানে প্রাণহানির জন্য দায়ী ট্রাম্প: খামেনি মুফতি আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা দল এখন সকাল-বিকাল বলে মন্ত্রিত্ব দেবে, আসনটি ছেড়ে দিন : রুমিন ফারহানা অবশেষে জামায়াতেই ঠাঁই হলো মুফতি আলী হাসান উসামার

ভ্যাকসিন আমদানিতে বরাদ্দ ৪ হাজার কোটি টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে করোনার (কোভিড-১৯) ভ্যাকসিন আমদানিতে ৪ হাজার ২৩৬ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এছাড়া করোনা প্রতিরোধে স্বাস্থ্য সরঞ্জাম ক্রয়ে ১ হাজার ৮৭৭ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

আজ (৫ জানুয়ারি) মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এই প্রকল্পের অনুমোদন দেয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে থেকে অনলাইনের মাধ্যমে একনেক সভায় অংশ নেন। এই সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গণমাধ্যমের কাছে এই তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে এম এ মান্নান বলেন, করোনার ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড পেন্ডামিক প্রিপেয়ার্ডনেস (প্রথম সংশোধিত) প্রকল্পের আওতায় করোনার ভ্যাকসিন ও স্বাস্থ্য সরঞ্জাম কেনা হবে।

গত জুনে প্রকল্পটি প্রথম অনুমোদন দেয়া হয়েছিল, তখন ভ্যাকসিন আমদানির বিষয়টি ছিলো না। এই প্রকল্পে নতুন করে ভ্যাকসিন আমদানির বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে করে প্রকল্পের ব্যয়ও বেড়েছে। তিনি আরও বলেন, প্রকল্পটি জুনে প্রথম অনুমোদনের সময় ১ হাজার ১২৭ কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছিল। এখন তা বেড়ে ৬ হাজার ৭৮৬ কোটি টাকায় হয়েছে।

এর মধ্যে বিশ্বব্যাংক ও এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) ঋণ দিচ্ছে ৬ হাজার ৬১৪ কোটি টাকা। বাকি ১৭২ কোটি টাকা দেবে সরকার। এ সময় ভ্যাকসিন পাওয়ার বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ভ্যাকসিন আমদানির বিষয়ে সরকারের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ