মোস্তফা ওয়াদুদ।।
নিউজরুম এডিটর
আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. এক জাদুকরী যোগ্যতাসম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন। তিনি মেধাবী ছাত্রদের চিনতেন। মেধাবী ছাত্রদের কাছে টানতে পারতেন। ছাত্রদের মেধাকে খুলে দেয়ার জন্য নানা কৌশল রপ্ত করা ছিলো তার। যারা ক্লাসে ভালো ছাত্র ছিলো। তাদেরকে কাছে টেনে তাদের মেধাকে আরও বেশি ধারালো করতেন আল্লামা কাসেমী রহ.। এক ফেসবুক লাইভে কথাগুলো বলেছেন, ইসলামিক ফাউণ্ডেশন এর সহকারী পরিচালক ও তেজগাঁও মাদরাসার শায়খুল হাদিস ড. মাওলানা মুশতাক আহমদ।
গতকাল ২০ ডিসেম্বর (রবিবার) রাত ৯ টায় ১৫ মিনিটে শুরু করা এ লাইভে তিনি স্মৃতিচারণ করেন তার উস্তাদ সদ্য মরহুম আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. সম্পর্কে। আল্লামা কাসেমী রহ. গত ১৩ ডিসেম্বর’২০২০ তারিখে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। তার জানাজা হয়েছিলো জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে। দাফন করা হয়েছে তার প্রতিষ্ঠিত মাদরাসা জামিয়া সুবহানিয়া, মাহমুদনগর, ধউর, তুরাগ থানায়।
স্মৃতিচারণ করতে গিয়ে তিনি আরও বলেন, একদিন তিনি আমাকে একান্ত ঘনিষ্ঠ করে বললেন, মুশতাক তুমি জীবনে কী হতে চাও? আমি তখন আল্লামা নূর হোসাইন কাসেমীর খাদেম ছিলাম। তখন আমি ভাবলাম, এতো সুন্দরভাবে ঘনিষ্ঠ করে তো এর আগে কেউ আমাকে এমন প্রশ্ন করেনি। আমার চিন্তার জগত তখন উন্মোচিত হয়ে গেলো। আলহামদুলিল্লাহ।
তিনি বলেন, আমার দৃষ্টিতে আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. এর চরিত্র হলো, শায়খুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দী রহ. এর চরিত্রের মতো। তিনি তাঁরই একটি ছায়া ছিলেন। হজরত শায়খুল হিন্দ রহ. যেরকম রিজাল শাজী, মানুষ বানানোর ক্ষেত্রে অকৃত্রিম যোগ্যতাশীল ব্য়ক্তি ছিলেন। তেমনি আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. মানুষ বানানোর কারিগর ছিলেন। শায়খুল হিন্দু মাহমুদুল হাসান দেওবন্দী রহ. কেমন যোগ্যতাশীল ব্যক্তি ছিলেন? দেখুন, যার হাতে তৈরি হয়েছে আনোয়ার শাহ কাশ্মিরী রহ., আল্লামা আশরাফ আলী থানভী রহ., আল্লামা হোসাইন আহমদ মাদানী, তার হাতে তৈরি হয়েছে হজরত মুফতি কেফায়াতুল্লাহ রহ., মুফতী শফী রহ., মুফতি হিফজুর রহমান সাহরাওয়ার্দী, হজরত আল্লামা উবায়দুল্লাহ সিন্ধি রহ.। এই বিশাল বিশাল ব্যক্তিত্বগুলো তৈরি করেছেন যিনি। তিনি হলেন শায়খুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দী রহ.। শায়খুল হিন্দের মাঝে যে জাওহার ছিলো এরই একটা ছায়া আমরা পেয়েছি আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. এর মধ্যে।
এমডব্লিউ/