সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭


ভারতের ‘লাভ জিহাদ’ আইনে গ্রেপ্তার আরো ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিয়ের পর নারীদের ধর্ম পরিবর্তন করতে বাধ্য করার অভিযোগে দশজনকে গ্রেপ্তার করেছে ভারতের উত্তর প্রদেশ পুলিশ। প্রদেশটিতে সম্প্রতি পাস করা ‘লাভ জিহাদ’ আইনে তাদের গ্রেপ্তার করা হয়।

সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে জানায়, সোমবার প্রাদেশিক কর্মকর্তারা এই গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন।

গত মাসে ভারতের প্রথম রাজ্য হিসেবে উত্তর প্রদেশ বাধ্য বা প্রতারণার মাধ্যমে ধর্মান্তরের বিরুদ্ধে আইন পাস করে। কাউকে ধর্মান্তকরণ করতে বাধ্য করা কিংবা বিয়ের মাধ্যমে ধর্মান্তরিত হতে প্ররোচিত করলে ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধানও রয়েছে।

এর আগে চলতি মাসের ৩ তারিখ ‘লাভ জিহাদ আইনে’ প্রথম এক মুসলিম যুবককে গ্রেপ্তার করে উত্তর প্রদেশ পুলিশ। এক হিন্দু নারীকে ধর্মান্তরিত করার চেষ্টার অভিযোগে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, মুসলমানরা পরিকল্পিতভাবে হিন্দু নারীদের বিয়ে করে ধর্মান্তরিত করছে বলে কট্টরপন্থি বিভিন্ন হিন্দু সংগঠন দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে। বিয়ের মাধ্যমে ধর্মান্তরিত করার এ প্রক্রিয়াকে ‘লাভ জিহাদ’ বলে অ্যাখ্যা দিচ্ছে তারা।

তাদের চাপেই উত্তর প্রদেশে নতুন এ ধর্মান্তরবিরোধী আইন পাস করা হয়েছে। এটিকে অনেকে ‘ইসলামোফোবিক আইন’ নামে অভিহিত করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ