শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭

শিরোনাম :
কুমিল্লার ১১টি আসনে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি ‘ইসলামী আন্দোলন চলে গেলেও ভোটের মাঠে তেমন প্রভাব পড়বে না’ গণভোটের ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা জনগণের প্রত্যাশিত শক্তিশালী গণতন্ত্রকে ফেরাবই : সালাহউদ্দিন আহমেদ টিকে গেলেন হাসনাত, বাদ পড়লেন ধানের শীষের প্রার্থী ভালো নির্বাচন না হলে ভয়াবহ খেসারত দিতে হবে: দুদু নারায়ণগঞ্জের ৫ আসনে হাতপাখা প্রতীকে লড়ছেন যারা চান্দিনায় খেলাফত মজলিসের নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা ‘ইসলামী আন্দোলনের নেতাকর্মীর জামায়াতে যোগ দেওয়ার সংবাদ হীন উদ্দেশ্যপ্রণোদিত’

সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের সুস্থতা কামনায় দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (একাংশ) এর সভাপতি, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের সহ-সভাপতি ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস এর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় জামিয়া শারইয়্যাহ মালিবাগ মাদ্রাসার সাবেক মুহতামিম ও শায়খুল হাদিস হজরত মাওলানা ইমদাদুল হক হবিগঞ্জী রহ. এর মাগফেরাত কামনায়ও দোয়া করা হয়।

আজ ৮ ডিসেম্বর (মঙ্গলবার) বাদ ফজর, রাজধানীর জামিয়া আরাবিয়া দারুল উলুম নতুনবাগ মাদ্রাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া পরিচালনা করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (একাংশ) এর সিনিয়র যুগ্ম-মহাসচিব ও জামিয়া আরাবিয়া দারুল উলুম নতুনবাগ মাদ্রাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদিস মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম। তিনি দোয়া ও মোনাজাতে মহান রাব্বুল আলামিনের দরবারে কায়মনোবাক্যে মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের সুস্থতার জন্য ও শায়খুল হাদিস হজরত মাওলানা ইমদাদুল হক হবিগঞ্জী রহ. এর রুহের মাগফেরাতের জন্য বিশেষ ফরিয়াদ করেন।

দোয়ায়ে অংশগ্রহণ করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের (একাংশ) মহাসচিব শায়খুল হাদিস মাওলানা শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকের সাংগঠনিক সম্পাদক মাওলানা রশিদ আহমদ বিন ওয়াক্কাস, মুফতি আম্মার আহমদ, মুফতি খাদেমুল ইসলাম শরীফ, মুফতি উবায়দুল্লাহ ও হাফেজ মাওলানা মুফতি মুহাম্মদ ইসলামাবাদীসহ মাদ্রাসার শিক্ষক ও ছাত্রবৃন্দ।

উল্লেখ্য, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস গতকাল ৭ ডিসেম্বর রাজধানীর শাহবাগস্থ ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে হার্টে রিং পরানো হয়েছে। তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন। শায়খুল হাদিস হজরত মাওলানা ইমদাদুল হক হবিগঞ্জী রহ. গত ৬ ডিসেম্বর লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ