আওয়ার ইসলাম: বাংলাদেশ লেবার পার্টির উদ্যোগে ‘ইসলামের দৃষ্টিতে ভাষ্কর্য : বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। দেশের শীর্ষ আলেমদের উপস্থিতিতে লেবার পার্টির এ গোলটেবিল বৈঠক আগামীকাল (৯ ডিসেম্বর) বুধবার, সকাল ১০:৩০ টায় ঢাকা রিপোর্টাস ইউনিটি মিলনায়তনে (সেগুনবাগিচা) অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত, হজরত মাওলানা আতাউল্লাহ ইবনে হাফেজ্জী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জমিয়তে উলামায়ে ইসলামের নায়েবে আমির মাওলানা আবদুর রব ইউসুফী। এছাড়া দেশ বরেণ্য ওলামা মাশায়েখ ও ইসলামিক স্কলারগণ আলোচনায় অংশ নেবেন। প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব মো. ফারুক রহমান।
এমডব্লিউ/