আওয়ার ইসলাম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২১ সালে দেশের উচ্চ আদালতের অবকাশকালীন ছুটি কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সোমবার বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকদের নিয়ে অনুষ্ঠিত ফুল কোর্ট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
এর আগে গত ৩ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকদের নিয়ে ফুল কোর্ট সভা ডেকেছিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
ওই দিন সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রার জেনারেল মুহা. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এরপর সোমবার ভার্চুয়ালি এই সভাটি অনুষ্ঠিত হয়।
সূত্র জানায়, সরকারি ছুটি বাদ দিয়ে সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি ৬৩টি দিন। এর মধ্যে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে মার্চ মাসের অবকাশকালীন ছুটির মধ্যে ১৪, ১৫, ১৬ ও ১৮ মার্চের ছুটি কমানো হয়েছে। এই দিনগুলোতে সুপ্রিম কোর্ট খোলা থাকবে। তবে এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় মূলত এক সপ্তাহ ছুটি কমছে।
এ ছাড়া ফুলকোর্ট সভার সহকারী জজ নিজামুল হকের সাময়িক বরখাস্ত অনুমোদন দিয়েছে। ফৌজদারি মামলা থাকার পরও তথ্য গোপন করে চাকরিতে যোগদান করার কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। পাশাপাশি ফুলকোর্ট সভায় কয়েকজন বিচারকের পদোন্নতির সিন্ধান্ত অনুমোদন দেয়া হয়েছে।
-এএ