সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭


আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আর্মেনিয়ায় প্রধানমন্ত্রী নিকোল পাশিনয়ানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে দেশটির অন্তত ১০ হাজার আন্দোলনকারী। তারা প্রধানমন্ত্রীর বাসভবন ঘিরে বিক্ষোভ করেছে।

প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে গত শনি ও রোববার লাগাতার বিক্ষোভ সমাবেশ হয়েছে আর্মেনিয়ার রাজধানীতে।

আন্দোলনকারীরা রাস্তায় নেমে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছে। এ সময় প্রধানমন্ত্রীর বাসভবনও ঘিরে ফেলে তারা। পাশিনয়ান অবশ্য পদত্যাগের দাবি উড়িয়ে দিয়ে বলেছেন, আপাতত ক্ষমতা ছাড়ার প্রশ্নই ওঠে না।

সম্প্রতি নাগর্নো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে প্রায় ছয় সপ্তাহ সংঘাত চলে। সংঘাতে কারাবাখের গুরুত্বপূর্ণ এলাকাগুলো পুনর্দখল করে আজারবাইজান। গত তিন দশক যা আর্মেনীয় জনগোষ্ঠীর হাতে ছিল।

ছয় সপ্তাহের এ সংঘাতে প্রায় সাড়ে চার হাজার মানুষের মৃত্যু হয়েছে। শেষ পর্যন্ত রাশিয়ার হস্তক্ষেপে তাদের মধ্যে একটি চুক্তি হয়। ফলে নাগর্নো-কারাবাখের তিনটি গুরুত্বপূর্ণ অঞ্চল আজারবাইজানের হাতে যায়। সেই অঞ্চল ফাঁকা করে দিতে হয়েছে আর্মেনীয় জনগোষ্ঠীকে।

এর পরই আর্মেনিয়ায় প্রধানন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। বলা হয়, চুক্তিতে সই করে আর্মেনিয়া আপোস করেছে। এতে আজরবাইজানের লাভ এবং আর্মেনিয়ার ক্ষতি হয়েছে। প্রধানমন্ত্রী নিজেও সে কথা স্বীকার করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ