শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭

শিরোনাম :
কুমিল্লার ১১টি আসনে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি ‘ইসলামী আন্দোলন চলে গেলেও ভোটের মাঠে তেমন প্রভাব পড়বে না’ গণভোটের ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা জনগণের প্রত্যাশিত শক্তিশালী গণতন্ত্রকে ফেরাবই : সালাহউদ্দিন আহমেদ টিকে গেলেন হাসনাত, বাদ পড়লেন ধানের শীষের প্রার্থী ভালো নির্বাচন না হলে ভয়াবহ খেসারত দিতে হবে: দুদু নারায়ণগঞ্জের ৫ আসনে হাতপাখা প্রতীকে লড়ছেন যারা চান্দিনায় খেলাফত মজলিসের নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা ‘ইসলামী আন্দোলনের নেতাকর্মীর জামায়াতে যোগ দেওয়ার সংবাদ হীন উদ্দেশ্যপ্রণোদিত’

দেশকে অস্থিতিশীল করতেই কুষ্টিয়ার ঘটনা: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশকে অস্থিতিশীল করতে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই কুষ্টিয়ার ঘটনা ও কুষ্টিয়ায় বিএনপি অফিসে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৬ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে স্বৈরাচার পতন দিবস উপলক্ষে নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, উদোর পিণ্ডি বুধোর কাঁধে চাপিয়ে গণতন্ত্রকামীদের নির্যাতন করতে চায় সরকার। ক্ষমতায় টিকে থাকতে সব ধরনের অপকর্মই করছে আওয়ামী লীগ। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘এই সময়ে আপনারা ছাড়া অপকর্ম আর কে করতে পারে, আপনারা ছাড়া আর কারও তো কিছু করার সুযোগই নেই।’

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বলে আর কাজ করে উল্টো। তারা কোনোদিনই গণতান্ত্রিক দল ছিলো না। গণতন্ত্র ও আওয়ামী লীগ কখনোই একসাথে যায় না। ভোটের অধিকার, বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়ে সরকার রাষ্ট্রকে বিপন্ন করে তুলেছে বলেও মন্তব্য করেন বিএনপি’র মহাসচিব।

দেশের মানুষ গণতন্ত্র ছাড়া থাকতে পারে না বলে মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যেতে হবে। এ অবস্থায় হতাশ ও হঠকারী কোনোটাই হওয়া যাবে না। অনুষ্ঠানে আমান উল্লাহ আমান ও খায়রুল কবির খোকনসহ নব্বুইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্যের অন্য নেতারাও বক্তব্য রাখেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ