শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


করোনায় ঢামেক প্রশাসনিক কর্মকর্তার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলামের (৪৫)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের উপ-পরিচালক আলাউদ্দিন আল আজাদ বলেন, গত ১৩-১৪ দিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হন রাশেদুল ইসলাম। ৮ দিন আগে তাকে ঢামেক হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। সর্বশেষ তার অবস্থা অবনতি হলে দুদিন আগেই তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

রাশেদুলের বাড়ি দিনাজপুরে। রাজধানীর মোহাম্মদপুরে পরিবার নিয়ে থাকতেন তিনি। রাশেদুলের স্ত্রী আরজিনা খাতুনও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে সুস্থ হয়ে গেছেন তিনি। তাদের একটি ছেলে সন্তান আছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ