আওয়ার ইসলাম: আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা। দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে এ দায়িত্ব দিয়েছেন।
আজ বুধবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরীকে সিরাজুল মোস্তফা স্থলাভিষিক্ত করা হয়েছে। তিনি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন। শ্রমিক লীগের সদ্যপ্রয়াত সভাপতি ফজলুল হক মন্টু মারা যাওয়ায় পদটি শূন্য হয়। সংগঠনের সহ-সভাপতি নুর কুতুবুল আলম মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের পর ১১ মাস ধরে ধর্ম সম্পাদকের পদটি ফাঁকা ছিল। আওয়ামী লীগের ৮১ সদস্যের কার্যনির্বাহী কমিটির এখনও ৫টি পদ ফাঁকা রয়েছে। এর মধ্যে সভাপতিমণ্ডলীর ২টি ও কার্যনির্বাহী সদস্যের তিনটি পদ ফাঁকা রয়েছে।
-এএ