আওয়ার ইসলাম: গোল্ডেন মনিরের প্লট জালিয়াতির পেছনে রাজউকের কারো সম্পৃক্ততা থাকলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন রাজউক চেয়ারম্যান।
রোববার দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এক সভায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি। রাজউকের দুর্নীতি ও অনিয়ম বন্ধে শুদ্ধি অভিযান চালানোর কথাও জানান তিনি।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সাঈদ নূর আলম বলেন, এগুলো আমরা তদন্ত করব। তদন্তে যারা যারা শনাক্ত হবে তাদের সবার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। শুদ্ধি অভিযান চালানো হবে। নতুন করে শুদ্ধি অভিযান পরিচালনা করে আরও কারা কারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, গোল্ডেন মনিরের রাজধানীর মেরুল বাড্ডার বাসায় শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালায় র্যাব।
অভিযানে গোল্ডেন মনিরের বাসা থেকে প্রায় আট কেজি স্বর্ণ একটি বিদেশি পিস্তল, চারটি গুলি, চার লিটার বিদেশি মদ, ৩২টি নকল সিল জব্দ করা হয়। এছাড়া ২০ হাজার ৫০০ সৌদি রিয়াল, ৫০১ ইউএস ডলার, ৫০০ চাইনিজ ইয়েন, ৫২০ ভারতীয় রুপি, এক হাজার সিঙ্গাপুরের ডলার, দুই লাখ ৮০ হাজার জাপানি ইয়েন, ৯২ মালয়েশিয়ান রিঙ্গিত, হংকংয়ের ১০ ডলার, ১০ ইউএই দিরহাম, ৬৬০ থাই বাথ জব্দ করা হয়েছে। এগুলোর মূল্যমান আট লাখ ২৭ হাজার ৭৬৬ টাকা।
-এএ