শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


প্রথম ধাপের পৌরসভার ভোট ইভিএমে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পৌরসভা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সচিব মো. আলমগীর বলেন, প্রথম ধাপে যেসব পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেগুলোর সবগুলোর ভোট গ্রহণ ইভিএমের মাধ্যমে করা হবে। আগামী রোববার বা সোমবারের মধ্যে প্রথম ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

তিনি আরো বলেন, প্রথম ধাপের নির্বাচনের ভোট গ্রহণ আগামী ২৭ থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে আয়োজন করার চিন্তাভাবনা করা হচ্ছে। এ জন্য নির্বাচন কমিশনে ইতোমধ্যে নথি উপস্থাপন করা হয়েছে। এখন কমিশন অনুমোদন দিলেই আগামী রোববার বা সোমবারের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ডিসেম্বরের মধ্যে প্রথম ধাপের নির্বাচন শেষ করতে হলে আগামী সপ্তাহেই তফসিল ঘোষণা করতে হবে।

জানা যায়, নির্বাচন কমিশনে উপস্থাপন করা নথিতে প্রথম ধাপে মোট ২৫টি পৌরসভার ভোট গ্রহণের অনুমোদন চাওয়া হয়েছে। গতকাল বুধবার নির্বাচনের তফসির ঘোষণা করার কথা ছিল। কিন্তু ইসি অনুমোদন না দেওয়ায় সেটি হয়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ