শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


করোনা বুঝিয়ে দিলো- টাকা-পয়সার কোনো দাম নেই: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাস মানুষকে শিক্ষা দিতে এসেছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতি-অনিয়ম করে আয় করা টাকা এই মহামারির সময়ে জীবন বাঁচাতে কাজে আসেনি। একটা সময় কিছু হলেই মানুষ চিকিৎসার জন্য বিদেশ চলে যেতো। কিন্তু করোনা এসে আমাদের বুঝিয়ে দিলো- টাকা-পয়সার কোনো দাম নেই।

আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলটির সম্পাদকমণ্ডলীর বৈঠকে তিনি এসব কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ সভায় যুক্ত হন।

প্রধানমন্ত্রী বলেন, নেতাকর্মীদের প্রাপ্তির জন্য রাজনীতি না করে জনগণের কল্যাণে কাজ করতে হবে। করোনা এসে আমাদের বুঝিয়ে দিলো- টাকা-পয়সার কোনো দাম নেই। অনেক উন্নত দেশ ভাইরাসটি মোকাবেলায় হিমশিম খেয়েছে। কিন্তু আমরা আমাদের অর্থনৈতিক কার্যক্রম একদিনের জন্যও বন্ধ করিনি। অনেক উন্নত দেশের প্রবৃদ্ধি মাইনাস গ্রেডে। আমরা প্রবৃদ্ধির লক্ষ্য ধরে রাখতে না পারলেও পাঁচের উপরে থাকবে বলে ধারণা পাওয়া যাচ্ছে।

করোনা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় বেশি করে খাদ্য উৎপাদনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, করোনায় অর্থনীতির গতি ধরে ধরে রাখতে সরকার উদ্যোগ নিয়েছে। সারা দুনিয়া স্থবির হয়ে গেলেও আমাদের দল-সরকার কিন্তু থেমে থাকেনি। অর্থনৈতিক কার্যক্রম সচলে তাৎক্ষণিকভাবে প্রণোদনা দেয়া সহ জনগণের জন্য কাজ করে চলছি।

করোনা মহামারিতে মৃত্যুর হার কম রাখতে সক্ষম হয়েছেন জানিয়ে সরকার প্রধান বলেন, ঘাবড়ে না গিয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয়াতেই এটা সম্ভব হয়েছে। দুই হাজার ডাক্তার-নার্স নিয়োগ দিয়েছি। ভাইরাসটির আরো একটা ধাক্কা আসছে। সেটা সামলাতে সবাইকে সতর্ক থাকতে হবে। মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এর কোনো বিকল্প নেই।

সভায় আরো উপস্থিত ছিলেন- সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এসএম কামাল, মির্জা আজম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ