আব্দুল্লাহ আফফান: রাজধানীর সাইনবোর্ড জামিয়া আশরাফিয়া (মাদরাসা) এর শাইখুল হাদিস আল্লামা মুজিবুর রহমান ব্রেন স্ট্রোক করে ধানমন্ডির ইডেন মাল্টি কেয়ার হসপিটালে ভর্তি।
আজ বুধবার আওয়ার ইসলামকে এতথ্য নিশ্চিত করেছেন তার ছেলে মুহিব্বুর রহমান ওসামা। তিনি জানান, গত রোববার আল্লামা মুজিবুর রহমানের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ইবনে সিনায় নেয়া হয়। সেখানে তাৎক্ষনিক চিকিৎসার পর তাকে ধানমন্ডির ইডেন মাল্টি কেয়ার হসপিটালে ভর্তি করা হয়।
নিউরো প্রফেসার ডা. আব্দুল হাইয়ের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন আল্লামা মুজিবুর রহমান। তিনি আগের চেয়ে সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন মুহিব্বুর রহমান ওসামা।
তার পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আল্লামা মুজিবুর রহমানের ছেলে মুহিব্বুর রহমান ওসামা।
উল্লেখ্য, ১৯৮৯ সালে দারুল উলুম হাটহাজারী থেকে ফারেগ হন আল্লামা মুজিবুর রহমান। দুই বছর তাখাসসুস পড়ার পর ১৯৯১ সালে হাটহাজারীর শায়খুল হাদিস আল্লামা আব্দুল আজিজ চাটগামী রহ. চাঁদপুর মহামায়া মাদরাসায় নিজ হাতে হাদিসের দরসে বসান। দীর্ঘ ১৪ বছর তিনি সেখানে বোখারী তিরমিজি ও আবু দাউদের দরস দেন।
পরে সাইনবোর্ড জামিয়া আশরাফিয়া মাদরাসার মুফতি আব্দুল বারী ২০০৫ সালে দাওরায়ে হাদিস খোলার উদ্দেশ্যে জামিয়া আশরাফিয়াতে নিয়ে আসেন এবং এখানেই ২০০৫ সাল থেকে এখনো বোখারির দরস দিচ্ছেন।