আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশের নব নির্বাচিত আমির, শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরীর প্রথম সফর হচ্ছে কক্সবাজার অভিমুখে। আজ সোমবার (১৬ নভেম্বর) দুপুরে পর্যটন শহরখ্যাত কক্সবাজার অভিমুখে রওয়ানা করেছেন তিনি। হেফাজতে ইসলাম বাংলাদেশ এর প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকারিয়া নোমান ফয়জী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কক্সবাজার চাকমারকুল মাদরাসায় একটি ইসলাহী মাহফিলে যোগ দিবেন তিনি। সেখানে বাদ মাগরিব প্রধান অতিথি হিসেবে বয়ান করবেন।
জানা গেছে, মাহফিলে জামিয়া পটিয়ার মহাপরিচালক মুফতি আব্দুল হালিম বুখারী, মাওলানা মাওলানা জুনাইদ আল হাবিবসহ দেশবরেণ্য বক্তাগণ উপস্থিত থাকবেন।
এমডব্লিউ/