মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


মারা গেছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লেম ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর। সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা এতথ্য জানিয়েছে। তবে  কী কারণে তার মৃত্যু হয়েছে তা বলা হয়নি।

২০১৪ সালে তিনি বৈরুতের একটি হাসপাতালে হার্ট সার্জারি করেছিলেন বলে জানা গেছে। মুয়াল্লিম ২০০৬ সাল থেকে দেশটির শীর্ষ কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া দেশটির দীর্ঘ গৃহযুদ্ধের সময়ে ২০১২ সাল থেকে উপ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের দীর্ঘদিনের মিত্র হওয়ার কারণে মুয়াল্লেম নিয়মিতভাবে বিদেশি হস্তক্ষেপ এবং সিরিয়ার সার্বভৌমত্বের নির্বিচার লঙ্ঘনের নিন্দা জানিয়ে এসেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ