মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


অবশেষে বাইডেনের জয়ের কথা স্বীকার করলেন ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবশেষে জো বাইডেনকে জয়ী বলে স্বীকার করে নিলেন ডোনাল্ড ট্রাম্প। ৭ নভেম্বর মার্কিন নির্বাচনের ফল প্রকাশের পর প্রথমবারের মতো ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের জয়ের কথা স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প জানিয়েছেন, এই নির্বাচনে জয় হয়েছে বাইডেনের। শুধু তাই নয়, এই নির্বাচনে তার ভোট জালিয়াতির যে অভিযোগ উঠেছিল, তা ভিত্তহীন বলেও জানিয়েছেন ট্রাম্প।

তিনি বলেন, পাতানো নির্বাচন হয়েছে, তাই সে (বাইডেন) জিতেছে। ভোট গণনায় পর্যবেক্ষককে অনুমতি দেয়া হয়নি। কট্টর বামপন্থী বেসরকারি প্রতিষ্ঠান, ভুয়া এবং বোবা গণমাধ্যম ভোট কারচুপিতে অংশ নিয়েছে।

এদিকে ট্রাম্প ভক্তরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা উপায়ে অভিযোগ, হুমকি আর ভুল তথ্য ছড়িয়ে যাচ্ছেন। কোথাও কোথাও বিক্ষোভও দেখাচ্ছেন ট্রাম্পের সমর্থকেরা।

ট্রাম্পের পরাজয় অস্বীকার করে রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ র‌্যালি বের করেছেন ট্রাম্পের সমর্থক তথা শেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী গ্রুপ প্রাউড বয়েজ। স্থানীয় সময় শনিবার বিকেলে ‘মিলিয়ন মেগা মার্চ’ নামে ওই সমাবেশ করা হয়। এদিকে, এরই মধ্যে হোয়াইট হাউজে যাত্রায় হোমওয়ার্ক সেরে ফেলেছেন বাইডেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ