আওয়ার ইসলাম: ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনের দিন রাজধানীর বিভিন্ন স্থানে বেশ কয়েকটি বাসে আগুন দেয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। শনিবার (১৪ নভেম্বর) রাতে ভার্চুয়াল বৈঠকে দলটির নেতারা এ উদ্বেগ প্রকাশ করেন।
বৈঠক সূত্রে জানা যায়, বৈঠকে প্রায় সব নেতারই প্রশ্ন ছিল হঠাৎ রাজধানীতে বাসে আগুন দেয়ার ঘটনা কারা, কোনো উদ্দেশ্যে ঘটিয়েছে? সবারই সন্দেহ এর সঙ্গে ক্ষমতাসীন সরকারের কোনো মহলের হাত রয়েছে।
নেতারা বলেন, যেভাবে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে এবং বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে তা বিএনপিকে চাপে রাখার জন্যই করা হয়েছে। এটা গণতান্ত্রিক রাজনীতির জন্য উদ্বেগের বিষয়।
স্থায়ী কমিটির এই বৈঠকে ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচন নিয়েও আলোচনা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বৈঠকে ছিলেন- স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।
-এএ