আওয়ার ইসলাম: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার পশ্চিমাঞ্চলে ট্যাংক ও হেলিকপ্টার দিয়ে রাতভর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের অবস্থান লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আজ রোববার ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ডে দুটি রকেট ছোড়ার প্রতিবাদে পাল্টা হামলা চালোনো হয়েছে। হেলিকপ্টার ও ট্যাংক দিয়ে হামাসের কয়েকটি অবস্থানে হামলা করা হয়।
আনাদলু এজেন্সি জানায়, ইসরায়েলি সামরিক হেলিকপ্টার রাফার দক্ষিণাঞ্চলে বোমা ফেলেছে। শহরটির পূর্বাংশে ট্যাংক দিয়ে গোলা ছুড়েছে ইসরায়েলি সেনারা। এতে হতাহতের বিষয়ে ইসলায়েল বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ থেকে কিছু জানানো হয়নি।
সদ্য সমাপ্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ইসরায়েলপন্থী ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে মধ্যমপন্থী হিসেবে পরিচিত জো বাইডেন জয় পেয়েছেন। এরপর ফিলিস্তিনের গাজায় প্রথম কোনো হামলার ঘটনা ঘটলো।
-এটি