শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


ক্ষমতার দাপট দেখাবেন না, ক্ষমতা চিরস্থায়ী না: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘ক্ষমতার দাপট দেখাবেন না, ক্ষমতা চিরস্থায়ী না। দুঃসময়ের ত্যাগী নেতাদের মূল্যায়ন করুন, এরাই বিপদে পাশে থাকবে। আর সুবিধাভোগীদের হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও খুঁজে পাওয়া যাবে না’।আজ রোববার সকালে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকার অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রমাণ করেছেন দলে অপরাধীদের কোনোভাবেই স্থান হবে না। দলীয় নেতাকর্মীদের একে অন্যের বিরুদ্ধে কুৎসা রটাবেন না। ঘরের কথা চা দোকানে বসে বলবেন না। একে অন্যের বিরুদ্ধে গীবত করবেন না।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই কলহ কোন্দলে জর্জরিত আওয়ামী লীগকে এক সুতোয় ঐক্যবদ্ধ করেছিলেন। তাই তো আওয়ামী লীগ জনগণের সংগঠনে পরিণত হয়েছে। করোনাকালেও অর্থনৈতিক চাকা সচল রয়েছে তার বিজ্ঞ নেতৃত্বে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ