শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত সমাজ গড়তে ছাত্রদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে: চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি রেজাউল করীম বলেছেন, সামাজিক বৈষম্য দূর করে সন্ত্রাস-দুর্নীতি ও শোষণমুক্ত ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ছাত্র সমাজকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। কেননা সত্যের প্রতিষ্ঠা ও অন্যায়ের প্রতিবাদ করার মধ্যে মুসলমানদের শ্রেষ্ঠত্বনিহিত।

গতকাল শুক্রবার রাজধানীর ভাটারাস্থ আবু সাঈদ অডিটরিয়ামে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, ঢাকা মহানগর উত্তর আয়োজিত ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, সরকার ধর্ষণের বিরুদ্ধে আইন প্রণয়ণ করেছে। কিন্তু আইনের যথাযথ প্রয়োগ ও দ্রুত বিচার নিশ্চিত না করার ফলে আগের চেয়েও ধর্ষণ অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, ধর্ষণ বন্ধে ইসলামি শরিয়াহর বিকল্প নেই। শরিয়াহ আইনে বিচার করা হলে ধর্ষণ শতভাগ বন্ধ হবে।

এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুহাম্মাদ আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মুহাম্মাদ শহিদুল ইসলাম, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সেক্রেটারী জেনারেল নূরুল করীম আকরাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাও. শেখ ফজলে বারী মাসউদ। আইএবি’র ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলাম এবং ছাত্র ও যুব সম্পাদক এ্যাড. শওকত আলী হাওলাদার।

এছাড়াও উপস্থিত ছিলেন, সংগঠনের ঢাকা মহানগর উত্তর-এর সহ-সভাপতি মুহাম্মাদ আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আরমান হোসেন, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আবু হানীফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাঈম বিন জামশেদ, অর্থ-সম্পাদক মুহাম্মাদ ইউসুফ সিরাজী, দফতর সম্পাদক এম. মাইদুল হাসান সিয়াম, কওমি মাদরাসা বিষয়ক সম্পাদক কাওছার হোসাইন, আলিয়া মাদরাসা বিষয়ক সম্পাদক মুহাম্মাদ ইমাম হোসাইন হাজারী, কলেজ বিষয়ক সম্পাদক কাজী মঞ্জুরে এলাহী রুহিন, স্কুল বিষয়ক সম্পাদক এইচ এম মাহমুদ হাসানসহ নগর থানা ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ। সম্মেলনে প্রতিনিধিবৃন্দ নিজ নিজ শাখার কার্যক্রম রিপোর্ট পেশ করেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ