আওয়ার ইসলাম: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ফেইসবুকে সহকর্মীর আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি বলেন, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
তার সুস্থতা কামনায় সবার দোয়া চান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, গতকাল বৃহস্পতিবার হাতে পাওয়া পরীক্ষার ফলাফলে প্রতিমন্ত্রীর করোনা ভাইরাস পজিটিভ আসে। তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
গত ৭ নভেম্বর প্রতিমন্ত্রী তার ভেরিফায়েড ফেসবুকে জানান, করোনা পরীক্ষায় বাসায় আমারসহ অন্য সবার রিপোর্ট নেগেটিভ এসেছে। এর আগে গত মে মাসে শাহরিয়ার আলমের বাসার বাবুর্চিসহ চারজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সে সময়ে করোনা পরীক্ষায় নেগেটিভ ফল আসে প্রতিমন্ত্রীর।
-এএ