শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কালীপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে ত্রিপুরার আগরতলা স্থলবন্দর ব্যবসায়ী কর্তৃপক্ষ।

শনিবার সকাল থেকে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে।

আখাউড়া সিএন্ডএফ অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ফোরকান ফলিফা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কালীপূজা উপলক্ষে শনিবার আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে।

এ ব্যাপারে আগরতলা স্থলবন্দর ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বন্ধের সিদ্ধান্ত নিয়ে আগেই আখাউড়া স্থলবন্দর ব্যবসায়ী নেতাদের বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন।

রোববার সকাল থেকে মাছ রপ্তানির মধ্য দিয়ে স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম ফের শুরু হবে বলে জানান তিনি।

আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মীর হোসাইন দেশ জানান, কালীপূজা উপলক্ষে ব্যবসায়ীরা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা দিলেও আখাউড়া স্থলবন্দরের সঙ্গে সংশ্লিষ্ট সব কার্যক্রম অব্যাহত রয়েছে।

আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ আবদুল হামিদ জানান, বন্দরে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও করোনা ভাইরাস পরিস্থিতির কারণে দু’দেশে আটকেপড়া পাসপোর্টধারী ও কূটনৈতিক, ব্যবসায়ী ও মেডিকেল পাসপোর্টধারী যাত্রী পারাপার অন্যদিনের মতোই স্বাভাবিক আছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ