কাউসার লাবীব।।
আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমকে ইতিবাচক ধারার সংবাদপত্র হিসেবে গড়ে তোলা এবং ধর্মপ্রাণ মানুষের মুখপাত্র হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করছেন বলে জানিয়েছেন পোর্টালটির সম্পাদক হুমায়ুন আইয়ুব।
আজ শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় কর্তব্যরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সম্পাদক হুমায়ুন আইয়ুব বলেন, ‘প্রতিশ্রুতিশীল একদল মেধাবী তরুণ আওয়ার ইসলামের অগ্রযাত্রায় কাজ করছে। কাজের এ ধারা অব্যাহত থাকলে দেশের আলেম-উলামা, ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় চাহিদা পূরণে অগ্রণী ভূমিকা রাখবে আওয়ার ইসলাম।’
[caption id="" align="alignright" width="960"]
টিম আওয়ার ইসলামের মতবিনিময় সভা [/caption]
বৈঠকে উপস্থিত ছিলেন বার্তা সম্পাদক আবদুল্লাহ তামিম, ব্যবস্থাপনা সম্পাদক সাজিদ নুর সুমন, নিউজরুম এডিটর মোস্তফা ওয়াদুদ, সদ্য যোগ দেয়া সাব-এডিটর কাউসার লাবীব, মফস্বল সম্পাদক আব্দুল্লাহ আফফান, ইভেন্ট ম্যানেজমেন্ট ও ফটোসাংবাদিক তামীম আহমেদ এবং ব্যবস্থাপনা সহকারী জুবায়ের আলম।
বার্তা সম্পাদক আবদুল্লাহ তামিম বলেন, ‘শুধু সংবাদমাধ্যম নয়; আওয়ার ইসলাম সংবাদের বাইরেও বেশ কিছু জনপ্রিয় ইভেন্ট পরিচালনা করে আসছে। পাঠকের আস্থা ও ভালোবাসা নিয়ে এগিয়ে যাবে আওয়ার ইসলাম।’
[caption id="" align="aligncenter" width="960"]
নিউজ রুমের একাংশ [/caption]
২০১৬ সালে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে যাত্রা শুরু করে অনলাইন নিউজ পোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম। দীর্ঘ পাঁচ বছর ধরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে সঙ্গ করে পথ চলছে পোর্টালটি। দেশের ইসলামি গড়ানার এই পোর্টালটি সংবাদের বাইরেও বেশকিছু কর্মসূচি পালন করছে।
[caption id="" align="alignnone" width="960"]
ক্যামরায় ব্যস্ত ফটো সাংবাদিক তামিম আহমেদ[/caption]
আওয়ার ইসলামের নেওয়া বাড়তি উদ্যোগগুলোর মধ্যে রয়েছে, দারুল উলুম দেওবন্দের লাইব্রেরিতে বাংলাদেশের লেখকদের লেখা বই-কিতাব পাঠানোর চুক্তি সম্পন্ন করা, ঈদ সাময়িকী ও শুভেচ্ছা স্মারক প্রকাশ, ধুলোমুক্ত ঢাকা চাই কর্মসূচি পালন, প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও সাপ্তাহিক পাঠচক্র অনুষ্ঠান, বছরব্যাপী সাংবাদিকতা কোর্স, অনলাইন সাংবাদিকতার হাতেখড়ি কোর্স।
[caption id="" align="alignnone" width="960"]
নিউজ রুমে কর্মব্যস্ত সময় পার করছে টিম আওয়ার ইসলাম[/caption]
রমজান মাস উপলক্ষে ২০ দিনব্যাপী সাংবাদিকতা কোর্স, বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম ও আওয়ার ইসলামের যৌথ উদ্যোগে তিন মাসব্যাপী লেখালেখি ও সাংবাদিকতা কোর্স, জুবায়ের আহমেদের ইংলিশ স্পোকেন কোর্স, নবীজিকে চিঠি লিখে জিতে নাও পুরস্কার প্রতিযোগিতা, নবীজিকে চিঠি লিখে ঘুরে এসো মদিনায় প্রতিযোগিতা, রবিউল আউয়াল মাস উপলক্ষে মাসব্যাপী সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতা, লেখকদের সম্মানে পিঠাপুলি উৎসব, এসো দেশকে জানি কুইজ প্রতিযোগিতা ইত্যাদি।
-এটি