রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


সাবেক এমপি অধ্যাপক মোহাম্মদ আলী আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী আর নেই। কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুত্রুবার ভোর ৪টার দিকে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

তার ছেলে রাশেদ মোহাম্মদ আলী বলেন, ‘রাতে বাড়িতেই বাবা অসুস্থ বোধ করলে দ্রুত তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই ভোর ৪টার দিকে তিনি মারা যান।’ সাবেক এই এমপি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন বলেও জানিয়েছেন তার ছেলে।

মৃত্যুকালে স্ত্রী, তিন পুত্র, এক কন্যা রেখে গেছেন তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেল ৪টার দিকে টেকনাফ উপজেলার দরগাহ সিএন্ডবি মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে বাবা-মার কবরের পাশে দাফন করা হবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ