আওয়ার ইসলাম: রাজধানীর শাহবাগসহ তিন জায়গায় ৬ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। স্থানগুলো হলো, শাহবাগ আজিজ সুপার মার্কেট, গুলিস্তান রমনা ভবন ও জাতীয় প্রেসক্লাব। এছাড়া খিলগাঁও, মতিঝিল ও বংশাল এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গুলিস্তান রমনা ভবনের সামনে পল্টন থেকে সদরঘাটগামী ভিক্টর ক্লাসিক গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে কেউ আগুন লাগিয়ে দিতে পারে। বাসটি যাত্রী বোঝাই ছিল।
এছাড়া আজিজ সুপার মার্কেটের সামনে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অন্যদিকে প্রেসক্লাবের সামনে ঘাটারচর টু চিটাগাং রোডে চলাচলকারী রজনীগন্ধা পরিবহনে আগুন লাগার ঘটনা ঘটেছে। দুপুর আড়াইটার দিকে মতিঝিলে একটি বাসে আগুন লাগে।
এমডব্লিউ/