আওয়ার ইসলাম: রাজধানীর নয়াটোলা একটি ভবন থেকে বাবা-ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় মগবাজার নয়াটোলা র্যাব অফিসের পাশের ওই বাড়ি থেকে লাশ দু'টি উদ্ধার করে হাতিরঝিল থানা পুলিশ।
নিহতরা হলেন- খাইরুল ইসলাম সোহাগ (৫৫) ও শাহারাত ইসলাম আরিন (১৪)। তাদের বাড়ি লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলায় এলাকায়।তারা মগবাজার নয়াটোলা ল্যাব অফিসের পাশের ওই ভবনে পরিবারসহ ভাড়া থাকতেন ।
হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) আলী আজম বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। লাশ উদ্ধারের পাশাপাশি প্রয়োজনীয় আলামতও সংগ্রহ করা হয়েছে। তদন্ত শেষ হলেই বাবা-ছেলের মৃত্যুর কারণ বেরিয়ে আসবে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, নয়াটোলার ১৮১/ডি নম্বর ভবনের পঞ্চম তলায় থাকতেন স্ত্রী ও ছেলেকে নিয়ে থাকতেন খাইরুল ইসলাম সোহাগ। দুপুর আড়াইটার দিকে সোহাগের স্ত্রী নাজমুন নাহার নুপুর বাজার করে ফেরেন। তবে বাসায় ঢুকতে গিয়ে তিনি দরজা ভেতর থেকে বন্ধ পান। তখন স্বামী ও ছেলেকে অনেক ডেকেও সাড়া পাননি। পরে তার চিৎকারে প্রতিবেশীরা সেখানে জড়ো হন। একপর্যায়ে ভবনের নিরাপত্তাকর্মী মোহাম্মদ হোসেন গিয়ে পুরনো চাবি দিয়ে দরজার তালা খুলে দেন। এরপর ড্রয়িং রুমে সোহাগকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখা যায়। আর পাশের ঘরে একইভাবে ঝুলছিল ছেলে আরিনের নিথর দেহ।
-কেএল