আওয়ার ইসলাম: পরিবহন কোম্পানি হানিফ পরিবহনের প্রতিষ্ঠাতা জয়নাল আবেদিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার রাত পৌনে ৯টার দিকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্র জানায়, করোনার পজিটিভ রিপোর্ট আসার পর জয়নাল আবেদিন গত ৬ নভেম্বর হাসপাতালে ভর্তি হন। অবস্থা খারাপ থাকায় তাকে আইসিইউতে রাখা হয়েছিল।
ঢাকার আমিন বাজারের বাসিন্দা জয়নাল আবেদিনের বয়স হয়েছিল ৮৭ বছর। তার লাশ আমিনবাজারে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে হানিফ পরিবহনের এক কর্মকর্তা জানান।
হানিফ পরিবহনের এক কর্মকর্তা জানান, জয়নাল আবেদিনের স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি আছেন। তার অবস্থাও আশঙ্কাজনক। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।
-এএ